
নির্বাচনী প্রচারণার নামে সারাদেশে আওয়ামী লীগ অস্ত্রের মহড়া দিচ্ছে বলে অভিয়োগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী আরও অভিযোগ করেন আওয়ামী সন্ত্রাসীরা, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা করছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় ড. কামাল হোসেনের গাড়ি বহরে হামলার চেয়ে সাংবাদিকের সাথে তার বাদানুবাদই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান বিএনপির এই নেতা।



Leave a reply