Site icon Jamuna Television

এবারের ঈদযাত্রা স্বস্তির ছিল, বলছেন যাত্রীরা

ফাইল ছবি।

ঈদের দীর্ঘ সরকারি ছুটি শেষে এখনও ঢাকায় ফিরছেন নগরবাসী। রোববার (৬ এপ্রিল) সকাল থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছেছে কয়েকটি ট্রেন।

সরেজমিন দেখা গেছে, রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়। এছাড়া ভোর থেকে ছেড়ে যাওয়া কিংবা ঢাকায় ফেরা সব ট্রেনই ছিল যাত্রী বোঝাই।

সকাল সকাল অফিসে যোগ দেয়ার তাড়নায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাতেই রওনা করেন বেশিরভাগ যাত্রী। ফলে, অতিরিক্ত যাত্রী চাপে পরিবার আর লাগেজপত্র নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা।

তবুও যাত্রীদের মুখে প্রশান্তির হাসি দেখা গেছে। তারা বলছেন, অন্যবারের চেয়ে এবারের ঈদ যাত্রা স্বস্তির ছিল।

কর্মে ফেরার দিনে যাত্রীদের চাপ ছিল রাজধানী ছাড়ারও। মূলত যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি। তারাই এখন ছুটছেন নিজ নিজ বাড়ির গন্তব্যে।

/এমএইচ

Exit mobile version