Site icon Jamuna Television

পটুয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

প্রতীকী ছবি।

পটুয়াখালী (বাউফল) করেসপনডেন্ট: 

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে সালাম খন্দকার (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সালাম নাজিরপুর ইউনিয়নের মৃত ধলু খন্দকারের ছেলে।

ধর্ষণের ঘটনার একটি ভিডিও ফুটেজও এসেছে যমুনা টিভির এই প্রতিবেদকের হাতে। যেখানে দেখা যাচ্ছে, শিশুটিকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করছেন অভিযুক্ত সালাম খন্দকার। তবে ক্যামেরা ও মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটিকে খেলা শেখানোর কথা বলে সালাম নিয়মিত যৌন নির্যাতন করতেন। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী শিশুর পরিবার গতকাল শনিবার পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাম খন্দকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

/আরএইচ

Exit mobile version