Site icon Jamuna Television

আজ থেকে স্বাভাবিক কর্মঘণ্টায় চলবে ব্যাংক

টানা ৯ দিন ছুটি শেষে, সকাল থেকে শুরু হয়েছে, নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরেছে। লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়; চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রোববার (৬ এপ্রিল) সকালে ব্যাংকাররা নিজেদের মধ্যে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় করেন। ব্যবস্থাপকরা জানিয়েছেন, অনেকেই নগদ টাকা তুলতে এসেছেন।

প্রাতিষ্ঠানিক গ্রাহকরা এসেছেন আমদানি-রফতানি সংক্রান্ত সেবা নিতে। এবারের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকার যোগান ছিল। নির্বিঘ্নে সেবা নিয়েছেন গ্রাহকরা।

দীর্ঘ এই ছুটির মধ্যে প্রধান অফিস থেকে এটিবুথ, অনলাইন সেবাসহ সার্বিক নিরাপত্তার বিষয় তদারকি করেছেন, সিনিয়র কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও বাড়ানো হয়েছিলো তদারকি।

/এটিএম

Exit mobile version