Site icon Jamuna Television

দর্শকের ওপর খুশদিলের মেজাজ হারানোর ঘটনায় মুখ খুললো পিসিবি

নিউজিল্যান্ড সফরে মাঠের পারফরম্যান্সে একেবারেই খেই হারিয়েছিল পাকিস্তান। বাজে পারফরম্যান্সের পাশাপাশি অন্য ইস্যুতেও তাদের নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। শনিবার (৫ এপ্রিল) সিরিজের শেষ ওয়ানডেতে হারের পর কিছু দর্শককে রীতিমতো মারতে যান পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। এই ঘটনায় বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক বিবৃতিতে পিসিবি বলেছে, ম্যাচ চলার সময় বিদেশি দর্শকেরা মাঠে থাকা ক্রিকেটারদের লক্ষ্য করে অযাচিত মন্তব্য করেছেন। যখন পাকিস্তান বিরোধী স্লোগান দেয়া হচ্ছিল, খুশদিল শাহ এগিয়ে যায় এবং দর্শকদের বিরত থাকতে বলেন। উত্তরে সেখানে উপস্থিত কিছু আফগান সমর্থকেরা পাশতু ভাষায় আরও বাজে মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করেছেন। পাকিস্তান দলের অভিযোগের প্রেক্ষিতে স্টেডিয়াম কর্মকর্তারা হস্তক্ষেপ করেছেন ও ঝামেলা সৃষ্টি করা দুই দর্শককে মাঠ থেকে বহিষ্কার করেছেন।

মাউন্ট মঙ্গানুইয়ে ৪৩ রানে হেরে যাওয়া পাকিস্তান দলকে নিয়ে কটাক্ষ করতে থাকেন তিন দর্শক। খুশদিল এই ঘটনায় মেজাজ ধরে রাখতে না পেরে দর্শকদের দিকে তেড়ে যান। দর্শকদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের বাদানুবাদের ঘটনায় পাকিস্তান দলের ম্যানেজমেন্টের এক ব্যক্তি বলেছেন, বিদেশি দর্শকেরা যে জাতীয় দলের ক্রিকেটারদের লক্ষ্য করে বাজে ভাষা ব্যবহার করেছে, পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজমেন্ট তাতে তীব্র নিন্দা জানাচ্ছে।

অবশ্য, খুশদিল একাধিকবার তাদের থামতে বললেও দর্শকেরা তাতে কান না দিয়ে লাগাতার মন্তব্য করে গেছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পাকিস্তানি ক্রিকেটার আক্রমণাত্মক হয়েছেন বলে মনে করছে পিসিবি।

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।

/এমএইচআর

Exit mobile version