Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে দুই-ডিগ্রি পোড়া ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তিনি সুঙ্গাই বুলোহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (স্থানীয় সময়) দুপুর ১টা ৪১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা।

দগ্ধ শ্রমিকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি দেশটি, তবে তিনি একজন বাংলাদেশি নাগরিক সেটি নিশ্চিত করেছে স্থানীয় পত্রিকাগুলো। দেশটির গণমাধ্যম দ্য স্টার অনলাইনসহ বেশ কয়েকটি পত্রিকা জানিয়েছে, আগুনে একটি টেক্সটাইল ও রিসাইক্লিং কারখানার ৮০ শতাংশ, একটি ধাতব কারখানার ৭০ শতাংশ এবং একটি কাঠের কারখানার ৯০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আগুন বিকেল ২টা ৫১ মিনিটের দিকে আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে।

/এটিএম

Exit mobile version