Site icon Jamuna Television

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের

মাস দুয়েকের মধ্যেই শুরু হচ্ছে পবিত্র হজ। তাই নিরাপত্তা, অতিরিক্ত ভিড় এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজ মৌসুমে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত বজায় থাকতে পারে। তবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

কেউ যদি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করে তাহলে তার বিরুদ্ধে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।  

সৌদি সরকার পাকিস্তানকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। সেইসঙ্গে দেশটির ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

/এআই

Exit mobile version