Site icon Jamuna Television

চীনের পাল্টা শুল্ক আরোপে ধস নেমেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের বিরুদ্ধে চীনের পাল্টা শুল্ক আরোপের পর শেয়ারবাজারে অস্থিরতা আরও বেড়েছে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান স্টক সূচকই ৫ শতাশের বেশি হ্রাস পেয়েছে।

বুধবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্ববাজারে এই তীব্র পতন দেখা দেয়। এর মধ্যে বেশিরভাগ অংশীদারদের ওপর বেঞ্চমার্ক ১০ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত ছিল, ৬০টিরও বেশি দেশে নির্দিষ্ট শুল্ক ৫০ শতাংশের বেশি ছিল।

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের বরাতে রয়টার্স জানায়, চীন মার্কিন পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক ঘোষণা করার পর শেয়ারের উল্লেখযোগ্য দরপতন হয়।

এর আগে, ২০২০ সালের পর এই ধরনের পরিস্থিতি দেখা যায়নি মার্কিন শেয়ার বাজারে। ওয়াল স্ট্রিটের অন্যতম প্রধান সূচক হলো এসঅ্যান্ডপি ৫০০। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ৬ শতাংশের বেশি কমেছে এই সূচকের পয়েন্ট। একই অবস্থা ন্যাসড্যাক এবং ডাও জোন্সের মতো এক্সচেঞ্জ সূচকগুলোর। 

/এআই

Exit mobile version