Site icon Jamuna Television

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাগান পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম সিজারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বাগান পাড়ার বাসিন্দা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দুটি মোটর সাইকেলে করে চারজন ওই দোকানে এসে শরীফকে কোপাতে থাকে। এরপর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মশিউর রহমান জানান, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কারণে তার পিঠে ও হাতের একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য থাকে ঢাকাতে রেফার্ড করা হতে পারে।

এদিকে জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারের উপর হামলার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দ্রুত ছুটে যান জেলা বিএনপির আহ্বায়ক মুহা: অহিদুল ইসলাম বিশ্বাস, ঐক্যফ্রন্টের প্রার্থী শরীফুজ্জামান শরীফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

Exit mobile version