গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে শিক্ষার্থীকে মারধর, ঢামেকে ভর্তি

|

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার সালিনা বকসা গ্রামে পূর্ব শত্রুতার জেরে আরিফুর রহমান রাতুল (১৯) নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।

আহতের বড় ভাই শফিকুল ইসলাম লস্করের দাবি, মো. জনি খান, মো. সিরাজ খান ও মো. রনি খানের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ। সেই পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার (৬ এপ্রিল) তাদের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায় জনি ও তার সহযোগীরা।

এ সময় তার ছোট ভাই সদ্য এইচএসসি পাস করা আরিফুর রহমান রাতুলকে বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকা মেডিকেলে। রাতুল মাথায় ও বুকে আঘাত পেয়েছে বলে জানান চিকিৎসকরা।

তিনি আরও জানান, এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। বর্তমানে ঢাকা মেডিকেলেই সে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে পুলিশ অবগত বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply