Site icon Jamuna Television

আওয়ামী লীগের হাছান মাহমুদ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দু’টি মামলা

আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদকের চেয়ারম্যান ড. আবদুল মোমেন এ কথা জানিয়েছেন।

সাকিব আল হাসানকে নিয়ে ড. আবদুল মোমেন জানান, তিনি এখন আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান আরও জানান, প্রমাণ পেলে তিনিও মামলার আসামি হতে পারেন।

দুদক চেয়ারম্যান আরও জানান, দুর্নীতি মামলার যেসব আসামি দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের ফেরাতে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়া হবে। যারা দুর্নীতি করেছেন তাদের প্রতি দুদক সহানুভূতিশীল নয় বলেও জানান চেয়ারম্যান।

এসময় তিনি আরও জানান, সূচনা ফাউন্ডেশন সিএসআর এর নামে আমাদের দেশে প্রচুর টাকার অনিয়ম  হয়েছে। এগুলো তদন্ত করে বের করা দরকার।

টিউলিপ সিদ্দিককে নিয়ে তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি।

/এসআইএন

Exit mobile version