Site icon Jamuna Television

কেরালায় কোম্পানির কর্মীকে কুকুরের মতো গলায় পট্টি পরিয়ে দেয়া হচ্ছে শাস্তি

কেরালার কোচির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের সাথে ‘অমানবিক আচরণ’ করার গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির একজন কর্মীকে একটি ল্যাশ (পট্টি) পরিয়ে কুকুরের মতো হাঁটু ভেঙে হাঁটতে বাধ্য করা হচ্ছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে তোলপাড় চলছে ভারতে। রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কিছু কর্মীকে বিক্রয় টার্গেট পূরণ না করায় শাস্তি হিসেবে পট্টি পরিয়ে কুকুরের ন্যায় হাঁটানো হচ্ছে। তবে কোম্পানিটির অনেক কর্মী দাবি করেছেন যে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এই উদ্বেগজনক দৃশ্য স্থানীয় একটি সংবাদ চ্যানেলে প্রচারিত হওয়ার পর কেরালার শ্রম বিভাগ তদন্তের নির্দেশ দিয়েছে।

ওই কোম্পানির কিছু কর্মী সংস্থার পক্ষে দাঁড়িয়ে বলেছেন যে তারা কখনও এমন কর্মস্থলে হয়রানির শিকার হননি। তাদের দাবি, সংস্থার সুনাম নষ্ট করতে ভিডিওটি ছড়ানো হয়েছে। পুলিশও ভিডিওটিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।

তবে, স্থানীয় একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ওই প্রতিষ্ঠানের কিছু কর্মী অভিযোগ করেছেন যে সংস্থাটির ম্যানেজমেন্ট কর্মক্ষেত্রে অকার্যকর কর্মীদের হেয়প্রতিপন্ন করার জন্য এই পদ্ধতি ব্যবহার করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এই ঘটনাটি কালুরের কাছে পেরুম্বাভুরে সংস্থার অফিসে ঘটেছে।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং সংস্থাটি অভিযোগগুলো অস্বীকার করেছে।

রাজ্যের শ্রমমন্ত্রী শিবকুট্টি বলেছেন, সংবাদ চ্যানেলে প্রচারিত দৃশ্যগুলো ‘মর্মান্তিক ও উদ্বেগজনক’। ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং জেলা শ্রম কর্মকর্তাদের কাছ থেকে প্রতিবেদন তলব করা হয়েছে।

রাজ্য মানবাধিকার কমিশন এবং কেরালা যুব কমিশন আলাদাভাবে মামলা দায়ের করেছে। যুব কমিশনের সভাপতি এম শাজর বলেছেন, ‘একটি সভ্য সমাজে এমন পদ্ধতি গ্রহণযোগ্য নয় এবং আইনি ব্যবস্থা নেয়া উচিত’।

/এআই

Exit mobile version