Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ মিছিল, কাল বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই ঘটনায় রাজধানীর বিজয় নগর এলাকায়ও বিক্ষোভ মিছিল করেছে সংগ্রামী জনতা। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া অংশ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

এসময় আগামীকাল (সোমবার) জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশ নিতে আহ্বান জানান। অন্যদিকে রাজধানীর বিজয়নগরেও বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। এছাড়া, আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

/এসআইএন

Exit mobile version