Site icon Jamuna Television

২৬ ম্যাচ পর হারের মুখ দেখলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে হারের স্বাদ কেমন, তা হয়তো ভুলতে বসেছিল লিভারপুল। আজ লন্ডনে ফুলহাম সেই স্বাদ উপহার দিলো পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটিকে। এতে ২৬ ম্যাচ পর প্রথম হারের মুখ দেখলো সালাহরা।

রোববার (৬ এপ্রিল) ক্রাভেন কটেজে ১৪ মিনিটের এক ঝড়ে লিভারপুলকে লন্ডভন্ড করে দিয়েছে ফুলহাম। আর্জেন্টাইন আলেক্সিস ম্যাক-অ্যালিস্টারের গোলে লিভারপুল শুরুতেই এগিয়ে গেলেও রায়ান সেসেগনন, আলেক্স আইয়োবি এবং রদ্রিগো মুনিজ গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন। ২৩ থেকে ৩৭— এই ১৪ মিনিটেই গোল তিনটি হজম করে আর্নে স্লটের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে লিভারপুল ফিরে আসার প্রবল চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। লুইস দিয়াজ একটি গোল শোধ করলে ম্যাচে রোমাঞ্চ তৈরি হয় বটে কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি অলরেডরা।

এই পরাজয়ের পর ৩১ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো লিভারপুল। সমান ম্যাচ খেলা আর্সেনাল রয়েছে ১১ পয়েন্ট পিছিয়ে। গতকাল এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ায় গানাররা।

/এএম

Exit mobile version