Site icon Jamuna Television

‘আমরা যুদ্ধ চালিয়ে যাবো, কারও কাছে মাথা নত করবো না’

যখন গাজায় শতশত মানুষ মারা যাচ্ছে, শহরের শেষ চিহ্নটুকুও মুছে যাওয়ার উপক্রম, তখন হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে পড়ার টেবিলে মন না বসারই কথা ফিলিস্তিন থেকে ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসা শিক্ষার্থী ইব্রাহিম কিসকোর। নিজের পরিবারের সঙ্গেও তার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, জানেন না তারা কোথায়-কীভাবে আছে। এ অবস্থায়, সমগ্র বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি।

কিসকো বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে কারখানা ও খাদ্য গুদামগুলোতে হামলা চালাচ্ছে। সকালে আমি যোগাযোগ করে জেনেছি, কিছু সাংবাদিককে তারা আগুনে পুড়িয়ে দিয়েছে, যা সেখানেই প্রায়ই হয়ে থাকে।

বৈশ্বিক সমর্থনের প্রতি আলোকপাত করে তিনি বলেন, সুযোগ থাকলে আমাদের সবারই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানো উচিত। বাংলাদেশসহ যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা।

নিজ দেশের এমন পরিস্থিতিতেও এই ফিলিস্তিনি শিক্ষার্থী যেন, ‘আমি জাহান্নামে বসিয়া হাসি পুষ্পের হাসি’। বলেন, ইনশাআল্লাহ একদিন আমরা ইসরায়েলকে প্রতিহত করবো। আমরা যুদ্ধ চালিয়ে যাবো, কারও কাছে মাথা নত করবো না। এটাই বিশ্ববাসীর প্রতি আমাদের বার্তা।

/এমএইচআর

Exit mobile version