Site icon Jamuna Television

পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া আহসান

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এ ন্যাক্কারজনক আক্রমণে সারাবিশ্ব নিন্দা জানালেও যেন কোনো লজ্জা পাচ্ছে না দখলদার বাহিনী। এবার ফিলিস্তিনিদের পক্ষে সরব হলেন দেশের অন্যতম খ্যাতিমান তারকা ও অভিনেত্রী জয়া আহসান।

রোববার (৭ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করেন।

জয়া লেখেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।

অভিনেত্রী লেখেন, বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে?

তিনি বলেন, মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।

প্রসঙ্গত, এপার ওপার দুই বাংলাতেই দেখা যায় অভিনেত্রী জয়া আহসানকে। প্রাণী অধিকার নিয়েও একাধিকবার মুখ খুলেছেন তিনি।

/এটিএম

Exit mobile version