Site icon Jamuna Television

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত

ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে ভারতে বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তারা এটিকে ‘রাষ্ট্র বিরোধী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে।

ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরপ্রদেশের সাহারানপুরের কৈলাশপুর পাওয়ার হাউজে। ভুক্তভোগী ওই যুবকের নাম সাকিব খান। তিনি ওই কেন্দ্রের একজন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ওই কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সঞ্জিব কুমার বলেন, গত ৩১ মার্চ ঈদের দিন নামাজের পর সাকিব ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং এর ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আপলোড করেন।

তিনি বলেন, ছবিটি ভাইরাল হলে তা বিদ্যুৎ বিভাগের নজরে আসে এবং এই পতাকা ওড়ানোকে তারা ‘রাষ্ট্র বিরোধী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেন। এরপর যে ঠিকাদার কোম্পানির মাধ্যমে সাকিবকে কাজে নেয়া হয়েছিল তাদের অপসারণের চিঠি দেয়া হয়।

অন্যদিকে ঈদের দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা। সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।

/এটিএম

Exit mobile version