Site icon Jamuna Television

নির্বাচনী ব্যয় কমানো ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে নীতিমালা হচ্ছে: ইসি আনোয়ারুল

নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে নতুন দলের নিবন্ধন এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে ইসি’র বৈঠক শেষে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এরইমধ্যে আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ভোটের সময় শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোরতা প্রয়োগে আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ চলছে। আদালতের বিষয় হলেও এটি আচরণ বিধিমালার সাথে সংগতিপূর্ণ রাখার চেষ্টা করা হবে। এসময় রাষ্ট্র সংস্কার দল নামে একটি দলকে স্থগিতাদেশ দেয়ার কথাও জানান নির্বাচন কমিশনার।

অপরদিকে, আচরণবিধিতে সংস্কার কমিশনের প্রস্তাব ও বিভিন্ন নতুন বিষয় যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম।

/এএইচএম

Exit mobile version