Site icon Jamuna Television

বাণিজ্য ঘাটতি কমাতে শুল্কারোপকে কার্যকরী ওষুধ বলেছেন ট্রাম্প

ফাইল ছবি

বাণিজ্য ঘাটতি কমাতে শুল্কারোপকে কার্যকরী ‘ওষুধ’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ইউরোপসহ অন্যান্য দেশ বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনায় একমত না হওয়া পর্যন্ত ট্যারিফ অব্যাহত থাকবে। রোববার (৬ এপ্রিল) এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমস্যা ঠিক করতে হলে মাঝে মাঝে আমাদের ওষুধ খেতে হয়। আর বর্তমান প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যা সমাধানের ওষুধ হল এই ট্যারিফ। এসময় যুক্তরাষ্ট্রের ভালোর জন্যই ট্যারিফ দেয়া হয়েছে বলে জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, চীন ও ইউরোপ মার্কিন পণ্য কম কেনে। ফলে তাদের সাথে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে।

অপরদিকে শুল্কারোপ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও, শর্ত জুড়ে দেন বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

/এএইচএম

Exit mobile version