Site icon Jamuna Television

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে- মির্জা ফখরুল

ফাইল ছবি।

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে- এটাই আজকের দিনের শপথ। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের হয়ে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে বঞ্চিত করা হচ্ছে বিএনপিসহ শরিক দলগুলোকে। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নেতাকর্মীদের ঘরে-ঘরে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। গুম-খুন হচ্ছে ঐক্যফ্রন্টের নেতা-সমর্থকরা। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, প্রত্যেকদিন ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের ওপরে আক্রমণ চালানো হচ্ছে। বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হামলা চালোনো হচ্ছে, গুম করা হচ্ছে, গুলি করা হচ্ছে। গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম চলছে চলবে।

Exit mobile version