Site icon Jamuna Television

যুগ পূর্তিতে এক ডজন গান আজব রেকর্ডসের

আজব রেকর্ডসের এক যুগ পূর্তি উপলক্ষ্যে ১২ সপ্তাহে ১২টি নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এরই মধ্যে প্রকাশিত হয়েছে এই আয়োজনের ৪টি গান।

সেগুলো হলো– কেতন শেখের কথায়, জয় শাহরিয়ারের সুরে শেখ লানার ‘তুমি’। মারুফ হাসানের সুরে, জয় শাহরিয়ারের ‘কথারা’। শহীদ মাহমুদ জঙ্গীর কথায় রেনেসাঁ ব্যান্ডের ‘দিনের শেষে সবাই একা’ এবং তানবীর সাজিবের কথায়, জয় শাহরিয়ারের সুরে ফাহমিদা নবীর ‘নাহয় শুধু এতটুকুই হোক’।

এ প্রসঙ্গে আজব রেকর্ডসের কর্ণধার জয় শাহরিয়ার বলেন, আগামী ১৩ এপ্রিল পথ চলার ১ যুগ পূর্তি হচ্ছে আজব রেকর্ডসের। এ উপলক্ষ্যে ১২ সপ্তাহে ১২টি নতুন গান রিলিজ করছে আজব রেকর্ডস। এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘১২ তে ১২’।

তিনি আরও বলেন, আজব রেকর্ডস খুব ছোট্ট একটা রেকর্ড লেবেল। একজন ‘সিঙ্গার-সংরাইটার’ হিসেবে নিজের গান প্রকাশের জন্যই মূলত আমার এই যাত্রা। ভালোবেসে কিছু বন্ধু-ভাই-বোন মাঝে মাঝে আমার যাত্রাসঙ্গী হন। সেই জায়গা থেকে সব উৎসবে শুধু অডিও রিলিজ করে যাচ্ছি আমরা। তারই ধারাবাহিকতায় এবার আজব রেকর্ডস প্রকাশ করেছে ৪টি গান।

এক ডজন গানের এই আয়োজনে আছে ফাহমিদা নবীর গান

‘১২ তে ১২’ উদ্যোগের প্রথম ৪টি গান এখন শোনা যাচ্ছে স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার, স্বাধীন মিউজিকসহ বিশ্বের প্রধান সব স্ট্রিমিং সাইটে।

/এএম

Exit mobile version