Site icon Jamuna Television

হামলা বন্ধ না হলে গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে মুসলিম বিশ্ব: জামায়াতের হুঁশিয়ারি

অবিলম্বে গাজায় নারী-শিশু হত্যাসহ ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে হবে। তা না হলে মুসলিম বিশ্ব গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

গাজায় দলখদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে দলটির নেতারা এমন হুঁশিয়ারি দেন।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরেরর সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম বলেন, পৃথিবীর কাছে ইসরায়েলের কার্যক্রম আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে। ইসরায়েল গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে।

গাজাবাসীর পাশে দাঁড়াতে তরুণ-যুবকদের জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষ হয়ে ইসরায়েলকে বয়কটের আহ্বান জানান ড. রেজাউল।

এই বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

/এমএন

Exit mobile version