Site icon Jamuna Television

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পি. কাইনগলেট।সোমবার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফিলিপাইন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়। বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এসময় কৃষি ও শিক্ষা খাতসহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা উঠে আসে এবং উভয় পক্ষই ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত নিনা পি. কাইনগলেট ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোস এবং দেশটির জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান।

/এসআইএন

Exit mobile version