Site icon Jamuna Television

নবাবগঞ্জে বিজয় দিবস উদযাপন

ঢাকার নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৮ তম বিজয় দিবস উদযাপন হয়েছে। সকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম।

অনুষ্ঠানে মনোজ্ঞ ডিসপ্লে হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে পরিবেশন করেন। অ্যাডভোকেট সালমা ইসলাম অনুষ্ঠানে যোগ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসনসহ নানা স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।

Exit mobile version