Site icon Jamuna Television

রাজবাড়ীতে ২ মাস বয়সের অজ্ঞাত শিশু উদ্ধার, আটক নারী

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ীর পাংশায় ২ মাস বয়সের এক অজ্ঞাত শিশু‌কে উদ্ধার করেছে পুলিশ। এ সময় হালিমা খাতুন (২০) নামে এক নারীকে আটক করে‌ থানা পু‌লিশে সোপর্দ ক‌রে‌ছে স্থানীয়রা। সোমবার (৭ এপ্রিল) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ও‌সি মো. সালাউদ্দিন। ও‌সি ব‌লেন, সন্ধ্যার পর পাংশার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে হালিমা খাতুন এক‌টি শিশু বাচ্চা‌কে নি‌য়ে পাংশার পপুলার ক্লি‌নি‌কে আসেন। এ সময় তার গ‌তি‌বি‌ধি ও আচর‌ণে স্থানীয়দের সন্দেহ হ‌লে তাকে জিজ্ঞাসাবাদে এলোমেলা কথাবার্তা বলে। প‌রে স্থানীয়রা ওই শিশুসহ নারীকে পাংশা আর্মি ক্যাম্পে নি‌য়ে যায়। সেখান থে‌কে তাদের থানায় নিয়ে আসা হ‌য়েছে। বর্তমা‌নে ওই ম‌হিলা থানা হেফাজত এবং শিশু বাচ্চা‌টি উপজেলা সমাজসেবা কার্যাল‌য়ের হেফাজতে র‌য়েছে।

তি‌নি আরও ব‌লেন, আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার স্বামী ওই শিশু বাচ্চা‌টিকে ঢাকার কমলাপুর এলাকা থেকে এনে দিয়ে‌ছে। পরে তি‌নি ট্রেনে উঠে শিশু‌টি‌কে নিয়ে রাজবাড়ীর পাংশায় চলে আসেন। ধারণা করা হ‌চ্ছে শিশু‌টিকে চু‌রি করে আনা হয়ে‌ছে। শিশু‌টির প্রকৃত অ‌ভিভাবক শনাক্তকর‌ণে পু‌লিশ কাজ করছে। সেই সাথে শিশুটিকে কোণ জায়গা থে‌কে আনা হয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

/এএস

Exit mobile version