ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

|

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, ভোলা:

ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মো. হুমায়ুন কবীর (৫০) না‌মে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। সেইসাথে আহত হন আরও দু’জন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকা‌লে ভোলার ভেদু‌রিয়া ইউনিয়নের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘ‌টে।

নিহত মো. হুমায়ুন কবীর ভোলার দৌলতখান উপ‌জেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর সুভী গ্রা‌মের ইউনুছের ছে‌লে। আর আহতরা একই উপ‌জেলার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

নিহতের ভাই মো. জাকীর কা‌জি জানান, সকা‌লের দি‌কে হুমায়ুন কবীরসহ আরো দু’জন ভোলা সদ‌রের ভেদু‌রিয়া ঘা‌টের উদ্দে‌শ্যে মোটরসাইকেলে রওনা দেন। এসময় হুমায়ুন কবীর মা‌ঝে ব‌সে ছি‌লেন। প‌থে ভোলার সদ‌রের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন সড়কে এক‌টি কুকুর‌কে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রিয়ে প‌ড়ে যায়।

এতে মোটরসাইকে‌লে থাকা তিনজনই আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দে‌র উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে চি‌কিৎসকরা হুমায়ুন কবীর‌কে মৃত ঘোষণা ক‌রে।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply