Site icon Jamuna Television

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের ১০ বছরের কারাদণ্ডের বিধান চালু তাজিকিস্তানে

পানির তীব্র সঙ্কটের কারণে তাজিকিস্তানে দশকব্যাপী বিদ্যুৎ সমস্যা আরও তীব্র হওয়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ১০ বছরের কারাদণ্ডের বিধান চালু করেছে দেশটির সরকার। এই মধ্য এশিয়ার দরিদ্র দেশটিতে বছরে প্রায় ছয় মাস বিদ্যুৎ ব্যবহারে সীমাবদ্ধতা থাকে। কারণ—পুরানো বিদ্যুৎ অবকাঠামো বাড়তি চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। মঙ্গলবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

তাজিকিস্তানের পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে বিদ্যুৎ ব্যবহারের নিয়ম লঙ্ঘন করলে শাস্তি চালুর ঘোষণা দেয়।

নতুন আইন অনুযায়ী, বিদ্যুৎ মিটার থেকে অবৈধ সংযোগ নেয়া কিংবা মিটার টেম্পারিং করার দায়ে যেকোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে। সাবেক সোভিয়েত রাষ্ট্র তাজিকিস্তান ১৯৯২ সাল থেকে প্রেসিডেন্ট ইমোমালি রহমানের নেতৃত্বে চলছে, যিনি একসময় স্টেট ফার্মের প্রধান ছিলেন।

এপ্রিলের শুরুতে দেশটির বিচার সংক্রান্ত মন্ত্রণালয়ের মন্ত্রী রুস্তম শোয়েমুরোদ বলেছেন, ‘যারা বিদ্যুৎ মিটার নষ্ট করে বা অবৈধ সংযোগ নেয়, তারা দেশের অর্থনৈতিক স্বার্থের গুরুতর ক্ষতি করছে।’

তাজিকিস্তানের ৯৫% বিদ্যুৎ আসে পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে। কিন্তু পানির অভাবে এই কেন্দ্রগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। এর ফলে দেশটিতে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট চলছে, যা জনজীবনকে ব্যাপকভাবে ব্যাহত করছে।

/এআই

Exit mobile version