Site icon Jamuna Television

দুই থানার নাম পরিবর্তন, বাদ গেলো ‘বঙ্গবন্ধু’

যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’, আর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু পশ্চিম থানা’ রাখা হয়েছে ।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ‘যমুনা সেতু পশ্চিম থানা’ (বর্তমান নাম) সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীনে। আর বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা (বর্তমান নাম) টাঙ্গাইল জেলা পুলিশের অধীনে।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে এর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।

/এমএন

Exit mobile version