Site icon Jamuna Television

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, নেই তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

সবশেষ উইন্ডিজ সিরিজের দলে না থাকা মুশফিকুর রহিমও ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে। পিএসএল খেলার কারণে দলে নেই লিটন দাস। অন্যদিকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন জাকের আলি ও মাহিদুল অঙ্কন।

এই সিরিজে সহকারী অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। শান্ত-মুশফিকের পাশাপাশি টপ অর্ডারে মাহমুদুল হাসান, সাদমান, জাকির ও মুমিনুলের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। পেস অ্যাটাকে তানজিম ও খালেদের সঙ্গে দেখা যাবে নাহিদ রানা ও হাসান মাহমুদকে। স্পিনে মিরাজ-তাইজুলের সঙ্গে থাকবেন নাঈম হাসান।

/এসআইএন

Exit mobile version