Site icon Jamuna Television

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে গেলো ট্রাক

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় দূরপাল্লার পরিবহনকে পাশ কাটাতে গিয়ে ধানক্ষেতে উল্টে পড়েছে ট্রাক। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিরা বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা-খুলনা সড়কে ট্রাকটি দ্রুতগতিতে খুলনার দিকে যাচ্ছিলো। বিপরীতে সাতক্ষীরার দিকে আসছিলো যাত্রীবাহী দূরপাল্লার একটি পরিবহন। কুমিরা বাজার মোড় এলাকায় আসলে পরিবহনকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি সড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে।

পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার মাসুদুর রহমান জানান, পাশ কাটাতে গিয়ে মাছের ট্রাক উল্টে গেছে। শুনেছি, ট্রাকচালক সামান্য আহত হয়েছে। এছাড়া, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

/এএম

Exit mobile version