Site icon Jamuna Television

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বাবু মুন্সী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে পুলিয়া বাজার এলাকায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বাবু মুন্সী ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামের হাসমত মুন্সির পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রেললাইনের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানায়, বাবু মুন্সী কানে কম শুনতো। শব্দ কম শোনার কারণে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে তারা।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএম

Exit mobile version