ভারতের পশ্চিমবঙ্গে গাজা ইস্যুতে পাল্টাপাল্টি মিছিল হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) কলকাতায় ফিলিস্তিনিদের পক্ষে কয়েকটি সংগঠন ও ব্যারাকপুরে ইসরায়েলের পতাকা হাতে মিছিল করেছে বিজেপি নেতাকর্মীরা।
মঙ্গলবার ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কলকাতার ধর্মতলা থেকে মিছিল নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করেন বামপন্থী চারটি সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে, ব্যারাকপুরের ভাটপাড়া অঞ্চলে রাম নবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় বিজেপির নেতাকর্মীরা।
ইসরায়েলি পতাকা হাতে মিছিলের ঘটনায় বিজেপির এক নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম।
এ বিষয়ে সাবেক বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ভারতের বন্ধুরাষ্ট্র হওয়ায় প্রকাশ্যে ইসরায়েলের পতাকা নেয়া কোনো অপরাধ নয়।
এর আগে গত রোববার, কলকাতার পার্ক সার্কাসে ইসরায়েলবিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করে সংখ্যালঘু যুব ফেডারেশন। এ হামলায় আমেরিকার সমর্থন এবং ভারতে বিজেপি সরকারের বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়।
প্রসঙ্গত, গত কয়েকদিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন কলকাতার বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।
/আরএইচ
Leave a reply