Site icon Jamuna Television

আজ থেকেই চীনা পণ্যে ট্রাম্পের ১০৪ শতাংশ শুল্ক কার্যকর

কিছু চীনা পণ্যের ওপর ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০৪ শতাংশ আমদানি শুল্ক বুধবার (৯ এপ্রিল) থেকে কার্যকর হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ কথা জানান।

ক্যারোলিন সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনে বুধবার থেকেই চীনা পণ্যের ওপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে।

এর আগে, ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় ৩৪% শুল্ক। এর আগে দেশটির ওপর ২০% শুল্ক আরোপ করা হয়েছিল। 

এর প্রতিক্রিয়ায়, গত শুক্রবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা।

এছাড়াও, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় ‘শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। 

/এআই

Exit mobile version