Site icon Jamuna Television

বিরোধী দলের প্রতি শতভাগ শ্রদ্ধা আছে: মাশরাফী

বিরোধী দলগুলোর প্রতি শতভাগ শ্রদ্ধা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশারফী বিন মোর্ত্তজা।

বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন খেলার মাঠ থেকে রাজনীতিতে আসা এই ক্রিকেটার।

মাশরাফী বলেন, ‘যারা অন্য দল করে তাদের প্রতি আমার শতভাগ শ্রদ্ধা আছে এবং থাকবে। আমি প্রতিপক্ষ দলকে হৃদয় থেকেই সম্মান করি।’

তিনি বলেন, আপাতত নিজ অঞ্চলের মানুষের জন্য কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে’ এগিয়ে নিতে চাই। এসময় দেশের খেলাধুলার উন্নতির মধ্য দিয়েই রাজনীতিতে অবদান রাখতে চান বলে জানান নড়াইল এক্সপ্রেসখ্যাত এ লিজেন্ড।

তরুণদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন মাশরাফী বলেন, সামাজিক অবক্ষয় ঠেকাতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে অংশ নিতে হবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মাশরাফী।

Exit mobile version