Site icon Jamuna Television

দীর্ঘ ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি।

দীর্ঘ ছুটি শেষে আজ বুধবার (৯ এপ্রিল) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ছুটি, পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিন বন্ধ ছিল দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় বাজতে শুরু করেছে ক্লাসে প্রবেশের ঘণ্টা। শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত শিক্ষাঙ্গন ও শ্রেণিকক্ষ। অনেক দিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষক ও শিক্ষার্থীরা।

তবে, যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেখানে ছুটি আরো দীর্ঘায়িত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। 

/এমএন

Exit mobile version