Site icon Jamuna Television

ঐকমত্য কমিশনের কাছে গণঅধিকার পরিষদ-বিকল্পধারা বাংলাদেশের মতামত পেশ

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত পেশ করেছে বিকল্পধারা বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনে মতামত পেশ করেন তারা।

কমিশনের সংস্কার প্রস্তাবনার সাথে সম্পূর্ণ একমত প্রকাশ করেছে বিকল্পধারা বাংলাদেশ। শুধু জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবনার মধ্যে পৌরসভা চেয়ারম্যান নির্বাচন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রত্যক্ষ ভোটের প্রস্তাব করেন।

এদিকে অন্তর্বর্তী সরকারকেই জাতীয় সরকারের রুপান্তরিত করে জাতীয় নির্বাচন দেয়ার প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ। জাতীয় সরকারই সংবিধানসহ সকল সংস্কার কাজ সম্পন্ন করবে।

এছাড়া তরুণদের ভোটে অংশগ্রহণের জন্য প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২৩ করার প্রস্তাবও তুলে ধরেন তারা। ঐকমত্য কমিশনের ১৬৬ টি সুপারিশের মধ্যে গণঅধিকার পরিষদ ১২৭ টি বিষয়ে একমত প্রকাশ করেছেন।

/এমএইচ

Exit mobile version