Site icon Jamuna Television

ধুঁকতে থাকা ডর্টমুন্ডের মুখোমুখি উড়ন্ত বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অপর ম্যাচে পিএসজি আতিথ্য দেবে অ্যাস্টন ভিলাকে। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়।

নতুন আঙ্গিকের চ‍্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বেও স্প‍্যানিশ দলটির বিপক্ষে খেলেছিল ধুঁকতে থাকা ডর্টমুন্ড। দুইবার সমতা ফেরানোর পরও ৩-২ গোলে হার মানতে হয়েছিল তাদের।

তবে সেই জয়কে বড় করে দেখছেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বরুশিয়ার মুখোমুখি হওয়ার আগে সতর্ক তার দল। লা লিগায়ও বেশ ছন্দে আছে কাতালানরা।

এই বছর একটি ম্যাচও হারেনি বার্সা। লা লিগায় তারা শীর্ষস্থান ধরে রেখেছে। হাতে আছে আট ম্যাচ। সামনে রয়েছে কোপা দেল রের ফাইনালও। সব প্রতিযোগিতা মিলিয়ে ফ্লিকের দল অপরাজিত রয়েছে টানা ২২ ম‍্যাচে। সব মিলে মৌসুমে চার শিরোপার হাতছানি দলটির সামনে।

বিপরীতে বুন্দেসলিগায় ভালো অবস্থানে নেই ডর্টমুন্ড। পয়েন্ট টেবিলে আট নম্বরে অবস্থান দলটির। বাড়ছে ইউরোপ সেরার মঞ্চের পরের আসরে জায়গা না পাওয়ার শঙ্কা। এর মাঝেই চলতি সপ্তাহে বড় একটি ধাক্কা খেয়েছে ডর্টুমন্ড। হাঁটুর গুরুতর চোটে মৌসুমই শেষ হয়ে গেছে সেন্টার ব‍্যাক নিকো শ্লটারবেকের। কার্ডের খাড়ায় পাসকেল গ্রসকেও পাচ্ছে না দলটি।

তবে এসব নিয়ে একদমই ভাবিত নন দলের কোচ কোভাচ। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন– আমরা জানি, আগামীকাল কেমন আক্রমণের মুখোমুখি হতে হবে আমাদের। আমাদের সুশৃঙ্খল হতে হবে। ওরা বক্সের ভেতরে ও আশেপাশে ভীষণ শক্তিশালী। তবে সব প্রতিপক্ষেরই দুর্বলতা আছে, আর সেটা ব‍্যবহার করতে চাই।

/এএম

Exit mobile version