Site icon Jamuna Television

আইসিসির মার্চ মাসের সেরার লড়াইয়ে যারা

আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থের’ পুরুষ ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। মার্চ মাসের সেরার লড়াইয়ে আরও আছেন তার সতীর্থ রাচিন রবীন্দ্র ও ভারতের শ্রেয়াস আইয়ার।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ডাফি। ১৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন ৩০ বছর বয়সী এই পেসার।

গত মাসে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শ্রেয়াস। মার্চে তিন ওয়ানডেতে ৫৭ গড় ও ৭৭ স্ট্রাইকরেটে করেন ১৭২ রান। টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল রাচিন রবীন্দ্রর। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি।

এদিকে, মেয়েদের মার্চ মাসের সেরার মনোনয়নপ্রাপ্তরা হলেন– যুক্তরাষ্ট্রের তরুণ বোলার চেতনা প্রসাদ, অস্ট্রেলিয়ার দুই তারকা আনাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ভোল।

/এএম

Exit mobile version