Site icon Jamuna Television

ম্যাক্সওয়েলের জরিমানা, পেলেন ডিমেরিট পয়েন্ট

আচরণবিধি লঙ্ঘনের দায়ে গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এছাড়া, একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করে দেয়া হয়েছে পাঞ্জাব কিংসের তারকা অলরাউন্ডারের নামের পাশে।

মঙ্গলবার (৮ এপ্রিল) চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আইন ভঙ্গ করায় এ জরিমানা গুনতে হলো ম্যাক্সওয়েলকে। গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচেই অলরাউন্ডার ম্যাক্সওয়েল আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেন। ম্যাচ চলাকালীন জিনিসপত্র বা স্থাপনায় আঘাত করায় ধারা ২.২-এর আওতায় লেভেল ১ অপরাধ স্বীকার করেন ম্যাক্সি। পাশাপাশি, ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন এই অজি ক্রিকেটার।

এবারের আইপিএলে এমনিতে হাসছে না ম্যাক্সির ব্যাট। তিন ইনিংস ব্যাটিং করে দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল একবার। বোলিংয়ে অবশ্য নিয়েছেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার এবার পেলেন বড় শাস্তি।

/এএম

Exit mobile version