Site icon Jamuna Television

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি। আগামী ১৬ এপ্রিল বিএনপিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে পারে এই সাক্ষাৎ।

বুধবার (৯ এপ্রিল) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক নিয়ে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, নির্বাচনী ইস্যুতে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। বিএনপির সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রে ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনও প্রস্তাবনা দেয়নি উল্লেখ করে দলের এই নীতিনির্ধারক বলেন, এ নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে।

দলের একাধিক প্রতিনিধি এর আগে বিভিন্ন সময়ে দলীয় ও জাতীয় বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এবার দলের পক্ষ থেকে সাক্ষাতের যে উদ্যোগ নেয়া হয়েছে, সেটি একটু ভিন্ন। বিএনপি যে এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়, সেটা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলবে। কার্যত নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, তা স্পষ্ট তথ্য সম্পর্কে অবগত হওয়ার চেষ্টায় থাকবে দলটি।

/এমএইচআর 

Exit mobile version