রাজধানীর কামরাঙ্গীরচরে জনতার গণধোলাইয়ে দুজন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিলেন।
বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে নিহতেরা হলেন মাসুদ (৩০) ও নাদিম (৩৫)। এসময় সোহাগ (২৮) নামের আরও একজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা নুর মোহাম্মদ নামে এক চায়ের দোকানীকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে। এ সময় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হয়। হাসপাতালে নেয়ার পর নাদিমকেও মৃত ঘোষণা করা হয়।
গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা চা দোকানী নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা দাবি করে। কিন্তু চাঁদা না দেয়ায় তারা নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এসময় মাসুদের স্ত্রী বাধা দিতে এলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা।
ওই ঘটনায় নুর মোহাম্মদ মামলা করলে, এর প্রতিশোধ হিসেবে তার উপর বুধবার রাতে আবার হামলা করে তারা। নুর মোহাম্মদকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।
/এমএইচআর
Leave a reply