Site icon Jamuna Television

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স: প্রেসিডেন্ট ম্যাক্রো

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত। এমনটা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

বুধবার (৯ এপ্রিল) দেশটির একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনেই সিদ্ধান্তটি চূড়ান্ত করতে চায় প্যারিস। যেখানে কো-চেয়ার হিসেবে দায়িত্বে থাকবে দেশটি।

ইউরোপের দেশ, ফ্রান্স স্বীকৃতি দিলে ফিলিস্তিনের সংকট সমাধানে তা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৪৬টিই ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। ইউরোপে এর মধ্যে উল্লেখযোগ্য স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া।

/এমএইচ

Exit mobile version