Site icon Jamuna Television

কুড়িগ্রামে বীর প্রতীক তারামন বিবি’র স্মরণে শোকসভা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে প্রয়াত বীর প্রতীক তারামন বিবি’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উত্তরবঙ্গ জাদুঘরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় বীর প্রতীক তারামন বিবি’র ব্যবহৃত ২টা শাড়ি, চশমা, পাসপোর্ট, ২টা ব্যাংকের চেক বই উত্তরবঙ্গ জাদুঘরে স্বারক হিসেবে জমা দেন তার স্বামী আব্দুল মজিদ।

শোকসভায় উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা পিপি এ্যাড. এসএম আব্রাহাম লিংকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সবুর ফারুকী,সাংবাদিক পরিমল মজুমদার প্রমুখ।

Exit mobile version