লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রাশেদ গ্রেফতার

|

স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট:

লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান রাশেদকে (৪৮) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদুল হাসানের বিরুদ্ধে ঢাকায় গণহত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলা এবং লালমনিরহাটে বিএনপির অফিসে হামলা, ভাঙচুরসহ তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

গ্রেফতারকৃত রাশেদুল হাসান লালমনিরহাট পৌরসভার খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে। তিনি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর।

লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরুন্নবী জানান, বিএনপি অফিস ভাঙচুরসহ লালমনিরহাটের তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসময় রাশেদ ঢাকার লালবাগ থানায় জুলাই গণহত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান তিনি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply