Site icon Jamuna Television

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু জায়গায় মবের ঘটনা ঘটেছে। তবে আমরা প্রতিকার নিয়েছি। যে জায়গায় মবের ঘটনা ঘটেছে, সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ আমাদের আরও ৫ বছর থাকতে বলতেছে।

এদিকে, বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গার্ড অব অনার দেয়ার জন্য লাল গালিচা বিছানো দেখে পুলিশ সদস্যদের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

আরও পড়ুন:- সিলেটে লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

/আরএইচ

Exit mobile version