Site icon Jamuna Television

অবৈধ সম্পদ: সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩১১ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সসাংবাদিকদের এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে মোট ৩১০ কোটি ৭৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ জুলাই ঢাকা-১৮ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান। এরপর সেই আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে জয় পান হাবিব হাসান।

/আরএইচ

Exit mobile version