সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:
ভারতে বর্ষার মৌসুম আসার আগেই বিহারে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের তাণ্ডব। ঘন ঘন ঝড় বৃষ্টি ও বজ্রপাতে গত ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিহারের প্রশাসন। অন্যদিকে উত্তরপ্রদেশে বৃষ্টি এবং বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহতের সংখ্যা প্রায় ২০ জন।
বিহারের নালন্দা জেলাতেই অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়। এ দিনের বজ্রপাতে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেয়ার কথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেখানে বিভিন্ন জেলায় ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে বলেও জানা গিয়েছে।
এছাড়া বিহারের প্রশাসন জানিয়েছে, আগামীকাল পর্যন্ত সেখানের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই কারণে নালন্দা, মধুবনী, পূর্ব এবং পশ্চিম চম্পারণসহ বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
/এটিএম
Leave a reply