৬৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নারী ক্রিকেটারের

|

৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো পর্তুগাল নারী দলের ক্রিকেটার জোয়ানা চাইল্ডের। নরওয়ের বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল ৬৪ বছর ১৮১ দিন।

গত ৭ এপ্রিল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামে পর্তুগাল নারী ক্রিকেট দল। নরওয়ের বিপক্ষে সেই ম্যাচেই অভিষেক হয় জোয়ানা চাইল্ডের। তিনি পেছনে ফেলেছেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলিকে—যার অভিষেক হয়েছিল ৬২ বছর ১৪৫ দিন বয়সে।

তবে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে অভিষেকের রেকর্ড ভাঙতে পারেননি জোয়ানা। ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে খেলতে নেমে যে রেকর্ড গড়েছিলেন জিব্রাল্টারের স্যালি বার্টন। ২০২৪ সালের ২১ এপ্রিল এস্তোনিয়ার বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েছিলেন তিনি।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply