Site icon Jamuna Television

গাজায় গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তোলার আহ্বান জোনায়েদ সাকির

ফাইল ছবি।

ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তুলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শাহবাগে গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ যেভাবে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তেমনি ফিলিস্তিনিদের পাশেও দেশের মানুষকে দাঁড়াতে হবে। কারণ পৃথিবীর প্রতিটি নিপীড়ন পরস্পরের সাথে যুক্ত।

তিনি আরও বলেন, দেশে ধর্মীয় ও জাতিগত জনগোষ্ঠী এবং নারীরা আক্রমণের শিকার হচ্ছে। ফ্যাসিস্টরা নানাভাবে অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইছে। সেই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। এ সময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, যারা এই গণহত্যা নিয়ে নীরব, তারা আসলে জায়নবাদের পক্ষে। আমেরিকা মানবতার কথা বললেও ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

/আরএইচ

Exit mobile version