Site icon Jamuna Television

সম্পত্তি লিখে না দেয়ায় বাবাকে হাত-পা বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার লাকসামে সম্পত্তি সন্তানদের নামে লিখে না দেয়ায় আবদুল জলিল (৬০) নামে এক বৃদ্ধ পিতাকে হাত-পা বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন করছে তার স্ত্রী ও সন্তানেরা। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের ১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে বাবাকে টেনে-হিঁচড়ে হাত-পা বেঁধে তার মুখে গরম পানি ঢালছে তার সন্তানরা। ওই সময় আবদুল জলিল সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

স্থানীয়রা জানান, নির্যাতনকারীরা জলিলের স্ত্রী রিনা আক্তার (৪৫), ছেলে শান্ত (২৮), নোমান (২০), রকি (১৬), এবং মেয়ে নাজমিন (২৬) ও নুপুর (১৩)। প্রবাসে থাকা বড় ছেলে শান্ত দীর্ঘদিন ধরে সম্পত্তি তার নামে লিখে দেয়ার জন্য বাবাকে হুমকি দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার নির্যাতনের পর আহত অবস্থায় স্থানীয়রা জলিলকে উদ্ধার করেন। তিনি অভিযোগ করে জানান, স্ত্রী ও সন্তানেরা তাকে দীর্ঘদিন ধরে ভরণপোষণ না দিয়ে নানা নির্যাতন করে আসছিল। সম্প্রতি টাকা লেনদেন ও সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে তাকে মারধর করা হয়।

শুক্রবার লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, নির্যাতনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় নির্যাতিত আবদুল জলিল থানায় তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তের মাধ্যমে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এসআইএন

Exit mobile version